সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘ঢাকা অ্যাটাক’

পপুলার২৪নিউজ ডেস্ক:
আরেফিন শুভ ও মাহিয়া মাহি জুটির তৃতীয় ছবি ‘ঢাকা অ্যাটাক’। সেন্সরে জমা দেয়ার আগেই ছবিটির মুক্তির তারিখ (৬ অক্টোবর) ঘোষণা করা হয়। এর পর গত ২১ সেপ্টেম্বর জমা দেয়া হয় সেন্সর বোর্ডে।

ছবিটি গতকাল সেন্সর বোর্ড থেকে কোনো ধরনের কাটাছাঁট ছাড়াই ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন পরিচালক দীপংকর দীপন।

এর কাহিনী লিখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী ছানোয়ার।

বাংলাদেশে মুক্তির পরই ছবিটি আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘গতকাল ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে। এখন ছবিটি নিয়ে প্রচারণা চালাচ্ছি আমরা। দেশে মুক্তির পরপরই দেশের বাইরেও একাধিক দেশে মুক্তির প্রক্রিয়া চলছে।’

ছবি প্রসঙ্গে আরেফিন শুভ বলেন, ‘গল্প নিয়ে এখন কিছু বলতে চাই না। প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকরা ছবিটি দেখুক। তারপর তারাই বিচার করবেন এটি কেমন হয়েছে। তবে এ ছবিতে এমন অনেক কিছুই দর্শকরা দেখতে পাবেন যা ইতোপূর্বে বাংলা ছবিতে দেখা যায়নি।’

মাহি বলেন, ‘ছবিটি সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে, খবরটি শোনার পর দারুণ ভালো লেগেছে। কারণ এ ছবি নিয়ে দারুণ আশাবাদী আমি।’

ঢাকা অ্যাটাক যৌথভাবে প্রযোজনা করেছে ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড ও থ্রি-হুইলারস লিমিটেড। এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, আফজাল শরীফ, এবিএম সুমন, নওশাবা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

 

পূর্ববর্তী নিবন্ধউখিয়া ক্যাম্পে চলচ্চিত্রের শুটিং
পরবর্তী নিবন্ধসরকারের সিদ্ধান্তহীনতায় চালের দাম বেড়েছে : বিশ্বব্যাংক