সেঞ্চুরি করে কেঁদেছেন গ্রেবস

স্পোর্টস ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪১০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ক্যারিবীয়রা। দলের হয়ে সর্বোচ্চ ১১৫ রানে অপরাজিত থাকেন জাস্টিস গ্রেবস। পুরো ইনিংসেই দেখিয়েছেন ধৈর্য্যর পরিচয়। দিন শেষে নিজের প্রথম সেঞ্চুরির বর্ণনা করতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন এই ব্যাটার।

জাস্টিন গ্রিভস ও কেমার রোচের ১৪০ রানের রেকর্ড অষ্টম উইকেট জুটিই মূলত ভুগিয়েছে বাংলাদেশকে। ক্যারিয়ার সর্বোচ্চ ৪৭ রান করে হাসান মাহমুদের শিকার হন কেমার রোচ। অন্যদিকে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পর ১১৫ রানে অপরাজিত ছিলেন গ্রিভস।

দ্বিতীয় দিনের খেলা শেষে গ্রেভস বলছিলেন, ‘খুবই খুবই স্পেশাল মুহূর্ত। খুব আবেগময়ও… সম্ভবত কিছুটা চোখের পানিও ঝরেছে। সব মিলিয়ে খুবই খুশি যে, দলকে ভালো একটা জায়গায় নিতে পেরেছি। অনেক কষ্ট করতে হয়েছে… আড়ালে অনেক ঘাম ঝরাতে হয়েছে। অনেকটা পথ পেরিয়ে এই জায়গা এসেছি। মানসিকভাবেও অনেক কাজ করতে হয়েছে। সবকিছুই আমাকে এখানে নিয়ে এসেছে।’

পেসার কেমার রোচের সঙ্গে লম্বা জুটি নিয়ে গ্রেভস বলেন, ‘স্কোরিং রেট কখনোই কোনো সমস্যা ছিল না। কেমার স্রেফ বলে গেছেন যে, নিজের মতো করে খেলতে এবং প্রতিটি বল দেখে খেলতে ও লক্ষ্যের দিকে এগিয়ে যেতে। রোচের মতো সিনিয়র একজন ক্রিকেটারকে সঙ্গী হিসেবে পাওয়া দারুণ ছিল।’

‘তিনি ক্রমাগত বলছিলেন যে, ইতিবাচক তাড়না ধরে রাখতে এবং নিজেকে কিছুটা সময় দিতে। ওদেরকে যতটা সম্ভব ক্লান্ত করে তুলতে এবং বোলারদেরকে চতুর্থ-পঞ্চম স্পেলে আসতে বাধ্য করতে। একটা একটা প্রান্তে ধীরস্থির রয়ে গেছে আর আমি নিজের খেলাটা খেলে গেছি।’

পূর্ববর্তী নিবন্ধজিএসপি সুবিধা পাওয়ার আশা বাণিজ্য উপদেষ্টার
পরবর্তী নিবন্ধশোভিতাই শূন্যতা পূর্ণ করেছে : নাগা চৈতন্য