সুয়ারেজ লাইনে সিগারেট নিক্ষেপ, অতঃপর প্রচণ্ড বিস্ফোরণ 

পপুলার২৪নিউজ ডেস্ক:

সুয়ারেজ লাইনে সিগারেট নিক্ষেপ করার বিপদ সম্পর্কে সে ব্যক্তি কিছুই জানতেন না। তবে এ কারণে তিনি এবার যে শিক্ষা পেলেন তাতে পরবর্তী জীবনে যেখানে সেখানে সিগারেট ফেলার আগে একটু ভেবে নেবেন তা নিশ্চিত করেই বলা যায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।
ঘটনাটি ইরানের রাজধানী তেহরানে ঘটেছে বলে জানা যায়। সেখানে এক সুয়ারেজ লাইনের ফুটোতে সিগারেট নিক্ষেপ করেন এক ব্যক্তি। আর এতেই সেখানে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে।
সম্পূর্ণ ঘটনাটি একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। তাতে দেখা যায় প্রথমে এক ব্যক্তি সুয়ারেজ লাইনের ফুটোতে কিছু ময়লা ফেলে। এর কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি সিগারেট খেয়ে তার অবশিষ্টাংশ সুয়ারেজের সেই ফুটোতেই ফেলে। আর সঙ্গে সঙ্গেই সেখানে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে।
তবে এ বিস্ফোরণে সে ব্যক্তি আহত হলেও মারাত্মক আঘাত লাগেনি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের প্রাথমিক প্রভাব কেটে ধুলোবালি সরে গেলে সে আহত ব্যক্তি নিজেই ক্রলিং করে সে স্থান থেকে সরে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, সুয়ারেজের লাইনে তৈরি হওয়া মিথেন গ্যাস থেকে এমন বিস্ফোরণ হতে পারে। তাই এ ধরনের কোনো স্থানে আগুন বিষয়ে সাবধান থাকা উচিত। এছাড়া সিগারেটের উচ্ছিস্ট কিংবা জলন্ত আগুন যেখানে সেখানে কোনোভাবেই ফেলা উচিত নয়। এতে মারাত্মক বিপদ হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবিসিবি সভাপতির সাথে বৈঠকে বসছে বিসিসিআইয়ের প্রতিনিধিদল
পরবর্তী নিবন্ধ‘যুক্তরাষ্ট্র হামলা করলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া’