নিজস্ব প্রতিবেদক:সুন্দরবনে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বুলবুল বাহিনীর তিন নব্য সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন দস্যুকে আটক ও দুইজন জেলেকে উদ্ধার করা হয়।
তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, ৩৩ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, দস্যুতায় ব্যবহৃত অন্যান্য মালামাল ও ট্রলার জব্দ করা হয়েছে।
রোববার দুপুরে খুলনার র্যাব-৬ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ সব তথ্য জানান।
এর আগে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মামদো নদী, মাল নদী, খোপড়াখালী নদী ও ফিরিঙ্গি নদী এলাকায় ২৫ জুন রাত থেকে রোববার ভোর পর্যন্ত এ অভিযান চালায় র্যাব।
নিহত দস্যুরা হচ্ছে সাতক্ষীরার হরদহ এলাকার মো. লুৎফরের ছেলে শরিফুল ইসলাম (২৪), আশাশুনি উপজেলার বসুখালীর মৃত জামাত আলীর ছেলে হাবিবুর রহমান (২৪) ও অজ্ঞাত (২৫) একজন। এ ছাড়া আটক অপর দুইজনের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, র্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল রওশোনুল ফিরোজসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক বলেন, সুন্দরবনে নতুন করে দস্যুতায় নামার চেষ্টা করলে তাদের পরিণতি ভয়াবহ হবে। র্যাবের গোয়েন্দা নজরদারি থেকে কেউ পার পাবে না বলেও উল্লেখ করেন তিনি।