সুন্দর ত্বক পেতে গাজরের রস ও হলুদ

পপুলার২৪নিউজ ডেস্ক:
35রূপচর্চায় গাজরের রস ও হলুদ তুলনাবিহীন। প্রাকৃতিক এই দুই উপাদান ত্বকের নানা সমস্যার সমাধানে বেশ কার্যকরী। সুস্থ ও সুন্দর ত্বক পেতে নিয়মিত এই প্যাক ব্যবহার করা যেতে পারে। ত্বকে কীভাবে এই উপাদান দুটি ব্যবহার করা যায়-

দুই চা চামচ হলুদ বাটার সঙ্গে তিন টেবিল চামচ গাজরের রস মিশ্রণ করে মুখে আলতোভাবে লাগাতে হবে। ১৫ মিনিট অপেক্ষা করার পর ধুয়ে ফেলতে হবে।

উল্লেখ্য, দুটি উপাদানে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা কোষে পুষ্টি জুগিয়ে ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত করে ‍তুলবে। ত্বকের বলিরেখা দূর করে চেহারায় বয়সের ছাপ কমায় এবং ত্বকের কালচে দাগ দূর করে। ব্রণের জীবাণু ধ্বংস করে। এ ছাড়া এটি লোমকূপের মুখের ময়লাও দূর করে ত্বকে পরিষ্কার রাখে। প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে এই উপাদান দুটি বেশ কার্যকর। এই প্যাক ব্যবহারে সূর্যের আলট্রা ভায়োলেট রশ্মির ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা পাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধসঞ্জয় দত্তের বায়োপিকে পরেশ রাওয়াল
পরবর্তী নিবন্ধএক নরপশুর লালসার শিকার ৫০০ শিশু