
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদর বাজারে যুবলীগ নেতা হাফিজ উদ্দিন পলাশ ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত ৪জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, দুই গ্রুপের প্রাণঘাতী সংঘর্ষ ঠেকাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের ৭ রাউন্ড গুলি ছোঁড়ে।