পপুলার২৪নিউজ নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৫শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে কয়েক লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের শখতিয়ারখোলা এলাকা ও ফতেহপুর-সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ব্যাপকহারে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রোপা-আমনের বীজতলা পানিতে নিমজ্জিত রয়েছে। ত্রানের জন্য হাওর অঞ্চলে হাহাকার চলছে। এখন পর্যন্ত ত্রান সহায়তা পৌঁছেনি। হাওরাঞ্চলে শিক্ষার্থীরা স্কুলে যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে। বৃষ্টিপাত ও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে জেলাজুড়ে বন্যা দেখা দিতে পারে।
ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার অন্তত ৫শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যার ফলে জমির রোপা আমন ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। একই ভাবে জেলার সুরমা, যাদুকাটা, চেলা, বৌলাই, খাসিয়ামারাসহ পাহাড় থেকে নেমে আসা নদী ও ছড়ার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা জানান, উপজেলায় প্রায় ৬০ হাজার লোক পানি বন্দি অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ৫০ ভাগ ঘরবাড়ি।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক জাহেদুল হক জানান, রোপা-আমন যা রোপন করা হয়েছিল তা পানিতে নিমজ্জিত।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভুইয়া জানান, সুরমার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।