সুনামগঞ্জে হত্যা মামলায় ১জনের ফাঁসি, ১জনের যাবজ্জীবন

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের লালপুর গ্রামের আব্দুল করিম হত্যা মামলায় ইদ্রিস আলী (২৮) নামের একজনকে মৃত্যুদন্ড ও অন্যজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত দায়রা ও জজ আদালত।
সোমবার দুপুরে আদালতের অতিরিক্ত বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ইদ্রিস আলী নামক এক যুবককে মৃত্যুদন্ড ও অপর আসামী বাবুল মিয়াকে (২২) যাবজ্জীবন দন্ড দিয়েছেন। এই মামলায় নজরুল ইসলাম নামের অপর আসামী বেকসুর খালাস পেয়েছেন।
জানা যায়, ২০১০ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের আব্দুল করিমকে একই গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ইদ্রিস আলী ও তার স্বজনরা উপর্যুপুরি ছুরিঘাতে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের ভাই নোয়াব মিয়া বাদী হয়ে ১০জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছিল। পুলিশ ১০ আসামির মধ্যে তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে। দীর্ঘ শুনানি শেষে সোমবার বিচারক প্রধান আসামি ইদ্রিস আলীকে মৃত্যুদণ্ড এবং অপর আসামি বাবুল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর ড. খায়রুল কবীর রোমেন রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল করিম হত্যা মামলায় আদালত একজনকে মৃত্যুদণ্ড, আরেকজনকে যাবজ্জীবন এবং অপর আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএসবিএসি ব্যাংকের ৮০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধতাহিরপুরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক