সুনামগঞ্জে ‘লাঠিয়াল যার-জলমহাল তার’

sss

পপুলার২৪নিউজ নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): হাওড়-বাওড়ের জেলা সুনামগঞ্জে শুকনো মৌসুমে মাছ আহরনের সময় জলমহালে মাছ লোটপাট, মারামারি, বন্দুকযুদ্ধে হতাহতের ঘটনায় অশান্ত হয়ে উঠেছে ২৭টি জলমহাল।
জেলায় রাতারাতি টাকা-পয়সায় বড় লোক হওয়ার একমাত্র সহজ পথ জলমহাল ব্যবসা। ‘জাল যার-জলা তার’ এই নীতি সরকার কাগজে-পত্রে কার্যকর করলেও বাস্তবে জেলায় ‘লাঠিয়াল যার-জলমহাল তার’। এক্ষেত্রে সরকার দলীয় প্রভাবশালীরা থাকেন সুবিধাবাদী অবস্থানে। এজন্য কথা রয়েছে ‘সরকার যার-জলমহাল তার’। তবে এখানে সরকারী দলের ছত্রছায়ায় অনেক ক্ষেত্রে বিরোধী দলীয় ক্যাডার, সুবিধাবাদী প্রভাবশালীরা জলমহালের ভাগ নেয়। এজন্য মাছ ধরার মৌসুমে জলমহাল দখল-পাল্টা দখল নিয়ে সংঘর্ষ, বন্দুকযুদ্ধে হতাহতের ঘটনাসহ মাছ লোটপাটের ঘটনা প্রতি বছরের ন্যায় চলতি বছরেও ঘটেছে।
জানা যায়, সুনামগঞ্জে ১হাজার ৪৫টি জলমহালের মধ্যে ৪২০টি ২০একরের উপরে ও ৬২৫টি ২০একরের নিচে। ২০একরের বেশি আয়তনের ৩৭টি জলমহালে বিরোধ রয়েছে। ভরাট হয়ে যাওয়া, আদালতের নিষেধাজ্ঞাসহ নানা কারণে ইজারা বিহীন রয়েছে ৩৮টি জলমহাল। সবকটি উপজেলায় নানা ক্যাটাগরিতে ৬২৯টি মৎসজীবী সমবায় সমিতি রয়েছে। মাছ ধরার মৌসুমে বিরোধকৃত জলমহালে সংঘাত-সংঘর্ষ এবং বন্দুক যুদ্ধে হতাহতের ঘটনাও ঘটছে। গত ১৭জানুয়ারি দিরাইয়ের জলমহাল জারলিয়ার পাড়ে বন্দুক যুদ্ধের ঘটনায় ৩জন নিহত হয়েছে। শাল্লার চন্ডিডহরে জলমহাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত হয়েছে। ইতিমধ্যে শাল্লার একটি জলমহালে পুলিশ মোতায়েন করা হয়েছে। দিরাইয়ের ৩টি জলমহালে ৩জন ম্যাজিষ্ট্রেটসহ পুলিশ মোতায়েন রয়েছে। বিরোধকৃত এই জলমহাল উন্নয়ন স্কীমের আওতায় জেলা প্রশাসনের জলমহাল ব্যবস্থাপনা কমিটি কর্তৃক ইজারাকৃত। উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৬বছরের জন্য ইজারা হয়েছে ১৪৫টি। বাকীগুলোর মধ্যে ২০একরের উপরের জলমহাল জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি এবং ২০একরের নিচের জলমহাল উপজেলা পরিষদ দরপত্র প্রক্রিয়ায় মাধ্যমে মৎস্যজীবী সমবায় সমিতিকে ইজারা দিয়েছে। উন্নয়ন স্কীমের জলমহাল বেশির ভাগই ভূমি মন্ত্রণালয় থেকে ইজারা দেওয়া হয়। এই জলমহাল গুলোর মধ্যে এলজিইডি’র হিলিফ প্রকল্প ৭৪টি এবং হিমলিফ প্রকল্প ২২টি জলমহাল ইজারা নিয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় সমঝোতা স্মারকের মাধ্যমে এগুলো ১০বছরের জন্য নিয়েছে। তবে এগুলো মৎস্যজীবীদের দিয়ে সংগঠন করে দেখভাল করানো হয়। এলজিইডি’র এই প্রকল্পগুলোর জলমহালগুলো ছাড়া উন্নয়ন স্কীমের অন্যান্য জলমহালগুলো ভূমি মন্ত্রণালয় বা জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি মৎস্যজীবী সমবায় সমিতিকে কাগজে-পত্রে ইজারা দিলেও বাস্তবে কোন মৎস্যজীবী সমিতিই জলমহাল শাসন করছে না। কোথাও সামান্য লাভে মৎস্যজীবী সমবায় সমিতি প্রভাবশালীদের হাতে জলমহাল ন্যস্ত করেছে। আবার কোথাও প্রভাবশালীরা জোরপূর্বক স্টাম্পে স্বাক্ষর নিয়ে জলমহাল দখলে রেখেছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের একটি সূত্র জানায়, উন্নয়ন প্রকল্পের আওতায় ইজারা দেওয়া গোড়ামারা সাতপাখিয়া প্রকাশিত জারলিয়া নদী জলমহাল ৬বছরের জন্য ইজারা দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় বছরে সমিতির সাধারণ সম্পাদক ছিলেন উমেশ দাস। ঐ জলমহাল প্রথম বছরে সাব-লিজ নেয় জগন্নাথপুরের একজন বিএনপি নেতাসহ স্থানীয় কিছু প্রভাবশালী। কিন্তু এরা জলমহাল ভোগ দখল করতে পারেনি। দ্বিতীয় বছর স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি’র প্রভাবশালীসহ জলমহাল পার্শ্ববর্তী হাতিয়ার যুবলীগ নেতা একরারও জলমহাল শাসনে যুক্ত হয়। তৃতীয় বছরে খাজনা নেবার সময় সমিতির সদস্যরা এসে জানান, সমিতির কমিটি পরিবর্তন হয়েছে। নতুন সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস। উমেশ দাস তাতে আপত্তি জানিয়ে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে খাজনা গ্রহণ না করার আবেদন জানান। পরে সমবায় কর্তৃপক্ষ এবং জেলা রাজস্ব শাখা তদন্ত সাপেক্ষে খাজনা গ্রহণ করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, জারলিয়া জলমহালের ইজারাদার দক্ষিণ নাগেরগাঁও মৎস্যজীবী সমিতির কমিটি নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে জেলা রেভিনিউ ডেপুটি কালেকক্টর সমিতির সদস্যকে ডেকে এনে বলেন, উমেশ দাসের পক্ষে যারা যারা আছেন এক পাশে যান, ধনঞ্জয়ের পক্ষে যারা আছেন এক পাশে থাকেন। পরে দেখা যায় উমেশ দাসের পক্ষে তিনি ও তার ছেলে এবং অন্য সকলে ধনঞ্জয়ের পক্ষে দাঁড়ায়। এরপরই বিগত রাজস্ব বছরে ধনঞ্জয়ের কাছ থেকে এই জলমহালের রাজস্ব নেওয়া হয়। ধনঞ্জয়ের কাছ থেকে খাজনা গ্রহণ করলেও এই জলমহালের শাসনে আশপাশের প্রভাবশালীরাসহ দিরাই আওয়ামী লীগের কিছু নেতাও ছিলেন। কিন্তু মাছ ধরার মৌসুমে উমেশ দাসের ৩বছর আগের সাব-লিজ দেওয়া কাগজ দেখিয়ে মাছ ধরতে আপত্তি জানান একরারসহ তার পক্ষের লোকজন। এ নিয়ে কয়েক দফা বন্দুক যুদ্ধের শেষ পরিণতি গত ১৭জানুয়ারি ৩জনের প্রাণহাণির ঘটনা। নিহতরা সবাই জলমহাল পাড়ের ৩নিরীহ দরিদ্র ব্যক্তি, এরা সুবিধাভোগী, ইজারা দাবীদারও নয়।
সুনামগঞ্জের শাল্লার শেষ সীমানা ও হবিগঞ্জের আজমিরিগঞ্জের শেষ সীমানার জলমহাল চন্ডিডহরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে শাল্লার মির্জাকান্দা গ্রামের হাসিম মিয়া ও আজমিরিগঞ্জের পেটুয়াকান্দা গ্রামের হান্নান মিয়ার লোকজনের মধ্যে বিরোধ রয়েছে। ২৭ডিসেম্বর গভীর রাতে দুই পক্ষই জলমহালে মাছ ধরার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের ২৬জন আহত হয়। এছাড়া দিরাইয়ের ৩টি জলমহালে ম্যাজিষ্ট্রেটসহ পুলিশ মোতায়েন রাখা হয়েছে। আরো অনেক জলমহালে সংঘর্ষের ঘটার আশংকা করেছেন সংশ্লিষ্টরাই।
ধর্মপাশার চামরদানী-সুমেশ্বরী মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক কাঞ্চন সরকার বলেন, সরকার দলীয় কিছু নেতারা আমাদের কাছ থেকে কাগজ নিয়ে স্কীমই দাখিল করেনি। অন্য সমিতির কাগজ দিয়ে স্কীম দাখিল করেছে। ঐ সমিতি কেবল নামে মাত্রই আছে, রাজনৈতিক নেতাদের দখলেই রয়েছে জলমহাল। তিনি জানান, কেবল ঐ সমিতি নয় হাওরাঞ্চলের কোন মৎস্যজীবী সমবায় সমিতির দখলেই কোন জলমহাল নেই। সমিতিকে বছরে সর্বোচ্চ ১০-২০ হাজার টাকা দেয় প্রভাবশালী রাজনৈতিক নেতা-কর্মীরা। সমিতির সদস্যদের খাওয়ার জন্যও একটা মাছ ধরার সুযোগ দেওয়া হয় না।
ধর্মপাশার আরেকটি মৎসজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, জেলা প্রশাসন বা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খাজনা নেয় একপক্ষের কাছ থেকে, জলমহাল থাকে আরেক পক্ষের দখলে। এই কারণেও অনেক স্থানে সংঘর্ষ হয়। খাজনা নেবার পর পরই ইজারা পরিশোধকারীকে জলমহাল বুঝিয়ে দিলে এমন সংঘর্ষ কম হবে।
পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, সংঘর্ষের আশংকায় শাল্লার চন্ডিডহরে এবং দিরাইয়ের জারলিয়া, পিকদাইড় ও বামন্তি জলমহালে ৩জন ম্যাজিষ্ট্রেটসহ পুলিশ মোতায়েন রয়েছে। অন্য কোন জলমহালেও এ ধরনের সমস্যা সৃষ্টি হলে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, কোন জলমহালে কখন সমস্যা হয় বলা কঠিন। তবে যেসব জলমহাল ইজারা দেওয়া হয়েছে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় জলমহাল ব্যবস্থাপনা কমিটি ইজারা দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিনেমার মুক্তিতে নাটকের শুটিংয়ে বিরতি
পরবর্তী নিবন্ধএবার মুখ খুললেন ‘পদ্মাবতী’-র তারকারা