নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ :
সুনামগঞ্জে প্রধান রাজনৈতিক দলগুলোতে নারী নেতৃত্ব বাড়ছেনা বরং ক্রমেই কমে আসছে। আ.লীগ ও বিএনপিতে হাতে গোনা কয়েকজন নারী রাজনীতিতে সক্রিয় আছেন। অন্য মূল সংগঠনগুলোর সহযোগী সংগঠন সমূহের আরো বেহাল দশা। কমিটিতে উল্লেখযোগ্য নারী নেতৃত্ব আসবে কিনা তা কেউ বলতে পারছেন না। ২০২০ সালের মধ্যে দলের বিভিন্ন কমিটিতে ৩৩শতাংশ পদে নারীদের আনার প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিয়েছিল।
জানা যায়, সুনামগঞ্জে আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের তোড়জোড় চলছে। এখানে নারীনেত্রী দেখা যাচ্ছেনা। আ.লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের কমিটি গঠন দু’য়েক বছর আগে হলেও সংগঠনটি বর্তমানে দু’ভাগে বিভক্ত। ফলে অনেকটা কমে গেছে সাংগঠনিক শক্তি। ছাত্রলীগে বিগত এক দশকেও একজন নেত্রী তৈরি হয়নি। শাখা কমিটিরগুলোর অবস্থাও একই। তবে কৃষক লীগের জেলা কমিটিতে নতুন কিছু মুখ দেখা গেছে। মহিলা আ.লীগেরও কার্যক্রম চলছে খুড়িয়ে খুড়িয়ে।
অপরদিকে বিএনপি’র অবস্থাও সুবিধাজনক নয়। মাস খানেক আগে জেলা বিএনপি’র আংশিক কমিটি অনুমোদন করেছে কেন্দ্র। কিন্তু এই কমিটিতে একজন নারীনেত্রীও নেই। সহযোগী সংগঠন মহিলা দলের কার্যক্রম অনেক দিন ধরেই নেই। ছাত্রদলের বর্তমান কমিটিতে কোন নারীনেত্রী নেই।
কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক এড. শামীমা শাহরিয়ার বলেন, সুনামগঞ্জে পূর্বে হয়তো কেউ নারী নেতৃত্ব চায়নি অথবা তৈরি করতে পারেননি। নারীনেত্রী তৈরির জন্য কাজ করে যাচ্ছি। নারীরা যদি নিজেদের অধিকার নিয়ে সচেতন থাকে, তবে নারীনেত্রী তৈরি হবেই।