সুনামগঞ্জে পিআইসিতে অনিয়ম, স্বজনপ্রীতি ও সাজাপ্রাপ্ত আসামী : শঙ্কায় হাওরের কৃষক

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে পিআইসি কমিটি গঠনে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করনের অভিযোগ উঠেছে। পিআইসি কমিটিতে শালা-দুলাভাই, যুবলীগ-আওয়ামীলীগ নেতাদের অন্তর্ভুক্ত করায় বাঁধের কাজ নিয়ে হাওর পাড়ের কৃষকেরা শঙ্কায়। নীতিমালা লঙ্ঘন করে বেড়ি বাঁধের পাশে থাকা প্রকৃত কৃষকদের বাদ দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে পিআইসি কমিটি তৈরিতে অনিয়মের চিত্র ফুটে উঠেছে। এছাড়া জন-প্রতিনিধিদের তৈরী করা অনেক কমিটি থেকে কৃষকদের বাদ দিয়ে লুটেরাদের নাম অর্ন্তভূক্ত করার প্রতিবাদে ১১জানুয়ারি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাসিম পিআইসি কমিটি থেকে লিখিত ভাবে পদত্যাগ করার বিষয়টি চাউর হচ্ছে জেলা জুড়ে।
জেলার প্রায় ছোট-বড় ৩৬ টি হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়নের লক্ষে বাঁধ এলাকার কৃষকদের দিয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের কথা থাকলেও বাস্তবে অনেক বাঁধের কমিটিতে নীতিমালা মানা হচ্ছে না। এ নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়েছে প্রশাসনে।
জানা যায়, জেলার শনির হাওরে বাঁধ কাটার অপরাধে সাজাপ্রাপ্ত আসামী তাহিরপুর উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের মৃত চান মিয়ার পুত্র কাজল মিয়াকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। ২০১৫ সালে শনির হাওরে সাহেবনগর ফসল রক্ষা বাঁধ কাটার অপরাধে কাজল মিয়াকে ২ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট ও তৎক্ষালীন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার। জগন্নাথপুর উপজেলায়র পিআইসি কমিটিতে রানীগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নারিকেল তলা এলাকায় মইয়ার হাওরের বাঁধের পিআইসি কমিটি’র সভাপতি হচ্ছেন আবুল কালাম ও সচিব হয়েছেন তারই শালা সানু। এলাকাবাসী এ বাঁধটিকে ডাকেন শালা-দুলাভাইয়ের বাঁধ। এছাড়া আরো দুটি বাঁধের পিআইসি কমিটিতে যুবলীগ নেতা সালেহসহ দুই জনকে রাখা হয়েছে।
পিআইসি কমিটি থেকে পদত্যাগকারী কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম বলেন, যেখানে সরকারি নীতিমালা লঙ্ঘল করে নিয়মকে অনিয়মে পরিণত করা হয়েছে, সেখানে আমি থাকার সুযোগ নেই। প্রকৃত কৃষকদের নিয়ে তৈরি করা আমার ৮টি কমিটি বাতিল করা হয়েছে। এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এলাকার বিতর্কিত ফখরুল হোসেনের মতো অনেক লুটেরাদের নাম।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ভুইয়া জানান, সরকারি নীতিমালা বাহিরে পিআইসি গঠিত হলে তা অবশ্যই অনিয়ম। অভিযোগের তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধজামালগঞ্জে করালজান জলমহালের রাজস্ব জমা হয়নি ৬৩ লাখ টাকা
পরবর্তী নিবন্ধবিশ্ব যখন অস্থির, বাংলাদেশ সেখানে অনেক নিরাপদ : স্বরাষ্ট্রমন্ত্রী