সুনামগঞ্জে নতুন তিনটি বালু মহাল থেকে ৫ কোটি টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা

নুর উদ্দিন, সুনামগঞ্জ : সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় যাদুকাটা নদীর বিভিন্ন স্থানে নতুন করে তিনটি বালু মহাল সৃষ্টি করেছে জেলা প্রশাসন। প্রভাবশালীরা নানাভাবে এসব এলাকা নিয়ন্ত্রণে রেখে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করত। বালু মহাল হিসেবে ঘোষণা করায় প্রতি বছর প্রায় পাঁচ কোটি টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা দেখা দিয়েছে।
জেলা প্রশাসনের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা ২০১১ এর নিদের্শনা মোতাবেক সুনামগঞ্জে নতুন ভাবে ঘোষিত তিনটি বালু মহাল হলো, যাদুকাটা-১ ও যাদুকাটা-২ এবং মাহারাম নদী বালু মহাল। যাদুকাটা-১ মহালটি হলো তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চালিয়ারঘাট মৌজার ১০০২ ও ১০০৩ দাগের ৮৯ দশমিক ৫৬ একর এলাকা নিয়ে। যাদুকাটা-২ বালু মহাল হলো একই উপজেলার উত্তর বদড়ল ইউনিয়নের চালিয়ারঘাট ও বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় এবং বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ইকরাটিয়া মৌজার ১৩টি দাগের প্রায় ৩৯৮ একর এলাকা নিয়ে। মাহারাম নদী বালু মহাল হলো তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই মৌজার ৬৪২ দাগের ১০৪ দশমিক ২০ একর এলাকা নিয়ে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ বলেন, বিভাগীয় কমিশনারের অনুমোদনক্রমে সুনামগঞ্জে নতুন করে তিনটি বালু মহাল সৃষ্টি করা হয়েছে। এখন নতুন বালু মহালগুলোর মূল্য নির্ধারণের কাজ চলছে। আগামি মাসেই ইজারা প্রদানের প্রক্রিয়া শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধপোনা মাছ নিধনে নিষিদ্ধ কারেন্ট জাল ক্রয়ে জেলেদের টাকা দেয় আড়ৎদাররা
পরবর্তী নিবন্ধ‘দি ডিরেক্টর’ নিয়ে পপি-কামুর পাল্টাপাল্টি মামলার হুমকি