সুনামগঞ্জে ইয়াবা ও চোরাই মোটরসাইকেলসহ আটক ২

নুর উদ্দিন সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

সুনামগঞ্জ সীমান্তে ইয়াবার চালান ও ভারতীয় মোটরসাইকেলসহ শনিবার রাতে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। সদর উপজেলার বনগাঁও সীমান্ত থেকে রাত সাড়ে ১০টায় বিজিবির অভিযানে তাদের আটক করা হয়।

সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির হেডকোয়ার্টার সূত্রে জানা যায়, সদর উপজেলার বনগাঁও বিওপির বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার আজাহার আলীর নেতৃত্বে শনিবার রাত সাড়ে ১০টায় সীমান্তের ৫’শ গজ অভ্যন্তরে চিনাউড়া নামক এলাকা থেকে মোটসাইকেল আরোহী দু’জনকে আটক করা হয়।

আটকের পর তাদের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৬৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ভারতীয় চোরাই ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবির হাতে আটককৃতরা হল, জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলার কান্দিগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে আশাবুল (৩৫) ও একই গ্রামের মারফত আলীর ছেলে ইশবাল হোসেন (২৫)।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. নাসির উদ্দিন আহমদ পিএসসি জানান, মোটরসাইকেল ও ইয়াবার চালানসহ আটককৃতদের সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘সৌদি নারীদের বোরকা পরতে হবে না’
পরবর্তী নিবন্ধরোমের পথে প্রধানমন্ত্রী