সুনামগঞ্জসহ ৩ জেলার সাংবাদিকদের নিয়ে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
নিরাপদ অভিবাসন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা আজ সিলেটের গার্ডেন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় কর্মরত ২০ জন সাংবাদিককে নিয়ে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে মুল বক্তব্য রাখেন, ভিজ্যুয়াল কমিউনিকেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রভাষক এএসএম মারুফ কবিন। তার বক্তব্যে বলেন, বর্তমানে ইউরুপে লেবার ভিসা নিয়ে বৈধ বা অবৈধ পথে যাওয়ার আর কোন সুযোগ নেই। সরকারের নিয়ম-নীতি ছাড়া প্রবাসে যাওয়ার বিষয়টি মারাত্মক ঝুকিপূর্ন। এতে অর্থের পাশাপাশি জীবন বিপন্ন হওয়ারও আশংকা থাকে। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বৈধভাবে ব্যাংক রেমিট্যান্সের মাধ্যমে পাঠানো উচিত। হুন্ডির মাধ্যমে পাঠানো বৈধ অর্থ অবৈধ হয়ে যায়। এ ছাড়া বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিক বিজয় রায়, সহিদ নুর, আশিক মিয়া, বজলুর রহমান, পীর আশিক, এফআই ভিডিবির সিলেটর ফিল্ড কর্ডিনেটর সাবিকুন নাহার, সুনামগঞ্জ ফিল্ড কর্ডিনেটর উজ্জ্বলা ফ্লোরা রায়, হবিগঞ্জের ফিল্ড কর্ডিনেটর সালেহ আহমদ প্রমুখ। ইউরোক্যাপের অর্থায়নে, এফআইভিডিবির সহযোগিতায় ও আইওএম’র বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিতহয়।

 

পূর্ববর্তী নিবন্ধ‘দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে’
পরবর্তী নিবন্ধ‘অবৈধ মোটরসাইকেল আমদানিকারকদের বিরুদ্ধে সতর্ক আছে বিআরটিএ’