নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে আধিক্য চাই। এটি সুনামগঞ্জ আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপেরই টার্গেট। এজন্য দুই গ্রুপই মরিয়া হয়ে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করে তদবির করছেন।
জেলা আওয়ামী লীগের মতিউর-মুকুট গ্রুপের নেতারা কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফের সঙ্গে দেখা করে আওয়ামী লীগে নিজেদের ত্যাগের কথা জানিয়ে এসেছেন। সোমবার বেলা ২ টা থেকে ৩ টা পর্যন্ত মাহবুবুল আলম হানিফের সঙ্গে তাঁর কাওরান বাজারের কার্যালয়ে বৈঠক করেন এই অংশের নেতারা।
এসময় সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, অ্যাড. শফিকুল আলম, আলমগীর কবির, শামীম চৌধুরী, শংকর দাস, অমল কর, জাহাঙ্গীর হোসেন, আব্দুশ শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, দলীয় নেতারা মাহবুবুল আলম হানিফের সঙ্গে দেখা করে যার যার অবস্থান তুলে ধরেছেন। দলের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফকে বলেছি দলকে অফিসিয়েলি ভাগ করে না দেওয়ার জন্য। দলকে ঐক্যবদ্ধ করে কাজের গতি বাড়ানোর পরিবেশ তৈরি করে দিতে হবে।
এদিকে, রোববার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবিরের ধানমন্ডির বাসভবনে সুনামগঞ্জের সংসদ সদস্যগণসহ এই অংশের দলীয় নেতারা বৈঠক করেন।
এসময় সংগঠনকে আগামী জাতীয় নির্বাচন মোকাবেলার জন্য জন্য প্রস্তুত করতে ত্যাগী, নৌকার প্রতি যাদের ভরসা রয়েছে এবং ৭৫ পরবর্তী সময়ে যারা দলের জন্য ত্যাগ করেছেন পূর্ণাঙ্গ কমিটিতে তাদের গুরুত্ব দেবার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানানো’র সিদ্ধান্ত হয় বলে বৈঠকে উপস্থিত একজন সাবেক ছাত্র নেতা জানান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, আগামী জাতীয় নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনেই নৌকার বিজয় নিশ্চিত করতে সংসদ সদস্যগণ এবং দলের মধ্যে সমন্বয় ঘটিয়ে একটি শক্তিশালী কমিটি গঠনের জন্য আমরা কয়েক দফায় বৈঠক করেছি। রোববার সন্ধ্যায়ও এসব বৈঠকের অংশ হিসাবে আরেকটি বৈঠক হয়েছে। বৈঠকে জেলার জ্যেষ্ঠ সংসদ সদস্য মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীসহ সংসদ সদস্যগণ ছিলেন সকলেই শক্তিশালী একটি কমিটি গঠনের বিষয়ে একমত হয়েছেন।