সুনামগঞ্জ জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন শীঘ্রই

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব মাহবুবুল আলম হানিফ (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে কমিটি গঠনের লক্ষে তালিকা চেয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন শনিবার দলীয় সভানেত্রী’র সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন।
প্রায় ২০ বছর পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয় গত বছরের ২৫ ফেব্রুয়ারি। সম্মেলনের পর কিছুদিন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একসঙ্গে কর্মসূচী পালন করলেও গত বছরের ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদকের দূরত্ব তৈরি হয়। এরপর থেকে সুনামগঞ্জের ৫ সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসনসহ) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন একপক্ষে এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র, সংগঠনের জাতীয় কমিটির সদস্য আয়ুব বখ্ত জগলুল আরেক পক্ষের হয়ে কাজ করছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহবুবুল আলম হানিফ শুক্রবার ফোন দিয়ে বলেছেন, জেলা কমিটির জন্য আমি যেন একটি তালিকা দেই, ইমনকেও তারা তালিকা দিতে বলেছেন, দুই তালিকা পেলে তারা মেলাবেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেছেন, শনিবার দলীয় সভানেত্রী’র সঙ্গে কিছু সময় কথা বলার সুযোগ হয়েছিল। আমি নেত্রীকে বলেছি সুনামগঞ্জের জেলা কমিটিতে আপনার অনুগতদের স্থান দিতে চাই, যারা দল এবং নৌকার বিরোধীতা কখনোই করবে না।

পূর্ববর্তী নিবন্ধরানা প্লাজা ধস: মালিকসহ ১০ জনের বিচার শুরু
পরবর্তী নিবন্ধবিচারের আশ্বাস দিয়ে ধর্ষিত শিশুকে ফের ধর্ষণ, প্রবাসী আটক