পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
সুনাগমগঞ্জের হাওরের পরিবেশ ও স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ শুরু করেছে পরিবেশ অধিদফতরের দুটি দল।
সোমবার সকালে পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক গাজী সারোয়ার ইমতিয়াজ হাসমীর নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দলটি মাটিয়ান হাওরে কাজ শুরু করে। তারা সেখান থেকে পানি ও মরা জলজ প্রাণীর নমুনা সংগ্রহ করেন।
সিলেট পরিবেশ অধিদফতরের পরিচালক মো. সালেহ উদ্দিন জানান, সেখানকার পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ প্রতি লিটারে ৩.১১ মিলিগ্রাম কিন্তু স্বাভাবিকভাবে প্রতিলিটারে ৫ মিলিগ্রামের উপরে থাকা প্রয়োজন। তবে পানিতে পিএইচের পরিমাণ প্রায় স্বাভাবিক হয়ে আসছে বলেও জানান তিনি।
মাটিয়ান হাওরের পানিতে ৬.৯ মাত্রার পিএইচ পর্যবেক্ষণ করা গেছে। জলজ প্রাণীর স্বাভাবিক চলাচলের জন্য পিএইচের মাত্রা ৬.৫ থেকে ৯.৫ এর মধ্যে থাকতে হয়।
তিনি আরও জানান, যে সব নমুনা সংগ্রহ করা হয়েছে তা পরীক্ষাগারে পাঠানো হবে।
পরে প্রতিনিধি দলটি টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে মাটিয়ানা হাওর ত্যাগ করেন।
এদিকে গত কয়েক দিনের এই অস্বাভাবিক পরিবেশে স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি তৈরি হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করতে সকাল থেকে কাজ শুরু করেছে স্বাস্থ্য অধিদফতরের ৪ সদস্যের একটি প্রতিনিধিদল।
এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডা. নিঃস্বর্গ মেরাজ চৌধুরী।
তিনি জানান, সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হাওরের মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবেন তারা। এছাড়া কথা বলবেন হাওর পাড়ের মানুষের সঙ্গে।