সুইমিং পুল থেকে কী বার্তা দিলেন মিম

বিনোদন ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। বর্তমান সময়ে সিনেমার বাইরে তাকে বেশি ব্যস্ত দেখা যায় ফটোশুট, বিজ্ঞাপন ও পণ্যের প্রচারে। কিছুদিন আগেই থাইল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন তিনি। সেখান থেকে একগুচ্ছ স্থিরচিত্র শেয়ার করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন মিম।

গত রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট করা এসব ছবিতে মিমকে দেখা গেছে সুইমিং পুলের জলে। বেশ খোশমেজাজে। ছবিতে মিমের সঙ্গে আছেন তার স্বামী সনি পোদ্দার। ছবিগুলো কোথায় তোলা, তা অবশ্য লেখেননি মিম। লিখেছেন, ‘পুলে রিল্যাক্স করাই আমার থেরাপি।’

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা। মিম অভিনীত সর্বশেষ ব্যবসাসফল সিনেমা ‘পরাণ’। এরপর ‘দামাল’ ও ‘অন্তর্জাল’ মুক্তি পায়। বেশ কয়েকটি নতুন সিনেমায় যুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে তার। শিগগিরই আসবে সেইসব সিনেমার ঘোষণা।

পূর্ববর্তী নিবন্ধখুব খারাপ চরিত্রের আমির খান
পরবর্তী নিবন্ধজামায়াত নেতা আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে