প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের স্টকহোম থেকে তিন দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে ব্রিটিশ এয়ারওয়েজের বিএ-৭৭৫ ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে স্টকহোম ছাড়েন প্রধানমন্ত্রী।
লন্ডনে ৩ ঘণ্টা যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০০২ ফ্লাইটযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন। আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।স্টকহোমের আরল্যান্ডা বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার।
সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের আমন্ত্রণে গত বুধবার স্থানীয় সময় রাতে স্টকহোম যান প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের পর সর্বাগ্রে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতিদাতা অন্যতম এই দেশটিতে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম দ্বি-পক্ষীয় সরকারি সফর শেখ হাসিনার।