পপুলার২৪নিউজ ডেস্ক:
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জাইদ রাদ আল হুসেইন বলেছেন, মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির অনুমোদনেই দেশটিতে মুসলমান সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানো হয়।
এ জন্য মিয়ানমারের নেতাদের বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে হুসেইন বলেন, যে মাত্রায় সেখানে সামরিক অভিযান চালানো হয়েছে, তা অবশ্যই দেশের উঁচুপর্যায়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই অভিযানে কয়েক হাজার মানুষ মারা গেছে এবং লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
এ ঘটনায় মিয়ানমারের নেতাদের একসময়ে গণহত্যার অভিযোগের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি নোবেল শান্তিতে ভূষিত গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি।
এ মাসের শুরুর দিকেই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে দেয়া বক্তব্যে হুসেইন বলেছিলেন- মিয়ানমারে যে ব্যাপক বা পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানো হয়েছে, তাতে গণহত্যার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাবে না।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকাস্টের পর জাতিসংঘের সদস্য দেশগুলো একটি কনভেনশনে স্বাক্ষর করেছেন, যেখানে কোনো গোত্রকে নিশ্চিহ্ন করার চেষ্টাকে গণহত্যা বলে বর্ণনা করা হয়েছে।
এদিকে আগস্টে রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরুর পর সাড়ে ৬ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।