সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা: গেইটম্যানের নামে মামলা

জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের সঙ্গে পুলিশের পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় গেইটম্যানকে আসামি করে মামলা হয়েছে।

সীতাকুণ্ড থানার এসআই সামিউর রহমান চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলাটি করেছেন।

ফকিরপাড়া রেলক্রসিংয়ে গেইটম্যান শাহরিয়ার মাহমুদ বিপু এই মামলার একমাত্র আসামি বলে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান।

তিনি বলেন, “দায়িত্বে অবহেলার অভিযোগে গেইটম্যানকে আসামি করে মামলা হয়েছে। বিপুকে এখনও আটক করা সম্ভব হয়নি, পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

স্থানীয় প্রত্যক্ষদর্শী, পুলিশ ও রেল কর্মকর্তারা জানিয়েছে, দুর্ঘটনার সময় গেইটম্যান শাহরিয়ার মাহমুদ বিপু সেখানে ছিলেন না। দায়িত্বে গাফিলতির কারণে পূর্ব রেল কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুতও করেছে।

গেইটম্যান বিপু আউটসোর্সিংয়ের ভিত্তিতে চাকরি করছিলেন। অর্থাৎ তিনি রেলওয়ের নিয়োগপ্রাপ্ত কর্মচারী নন।

রোববার বেলা সোয়া ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ছলিমপুর ইউনিয়নের ৬ নম্বর ফকিরপাড়া ওয়ার্ডের রেলক্রসিংয়ে সীতাকুণ্ড থানা পুলিশের একটি টহল পিকআপে ধাক্কা দেয় ঢাকা থেকে আসা আন্তঃনগর ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’। তাতে তিন পুলিশ কনস্টেবল নিহত হন, আহত হন এসআইসহ দুইজন।

টহল দলটি পিকআপ নিয়ে ফকিরপাড়া এলাকায় একটি ঘটনা তদন্তে যাওয়ার পথে রেলক্রসিং পার হওয়ার সময় সোনার বাংলা এক্সপ্রেস পেছন দিক থেকে ‘ধাক্কা মারে’ বলে জানিয়েছিলেন সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ।

তিনি বলেন, “আমরা প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছি ট্রেনটি আসার সময় ওই রেলক্রসিংয়ে কোনো গেইটম্যান ছিলেন না, লোহার বারও নামানো ছিল না। সে কারণেই পিকআপটি রেললাইনে উঠে যায়।

“যখন পিকআপটি রেললাইনে উঠেছে, তখন ওই এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছিল। লোহার বার না থাকায় গাড়ির চালক হয়ত ট্রেনের আসার বিষয়টি সেভাবে টের পাননি। গেইটম্যান থাকলে হয়ত এ দুর্ঘটনা ঘটত না। দুর্ঘটনার পর গেইটম্যান বিপুকে খুঁজে পাওয়া যায়নি।”

এ ঘটনায় পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমানকে প্রধান করে চার সদস্যের এই কমিটি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধলাল কার্ড দেখে ইতিহাস গড়লেন সুনীল নারাইন
পরবর্তী নিবন্ধতারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ