পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) দুই কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বরখাস্ত দু’জনই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তারা হচ্ছেন- ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু।
মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন সিসিক কার্যালয়ে পৌঁছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
সিসিক সূত্র জানায়, কোতোয়ালি থানার একটি মামলায় (জিআর মামলা নং-৩৬০/২০১২) আদালতে অভিযোগপত্র জমা হওয়ার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি উপসচিব মো. আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত দুটি স্মারকে কাউন্সিলর শামীম ও হাসুকে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ১২ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।