সিলেট ব্যুরো : সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এক ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলের পেছনে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। ঘটনাস্থল ঘিরে রেখে জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বুধবার সন্ধ্যায় নগরীর চৌহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে। এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলসহ জায়গাটি আমরা ঘিরে রেখেছি। বোমা বিশেষজ্ঞ টিমকে খরব দেয়া হয়েছে, তারা আসার পর বোঝা যাবে আসলে বস্তুটি কী।
ঘটনাস্থল থেকে এসএমপির উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ যুগান্তরকে জানান, ডিউটি শেষে ফেরার পথে রাস্তার পাশে গাড়ি রেখে একটি চশমার দোকানে প্রবেশ করেন ট্রাফিক সার্জেন্ট । দোকান থেকে বের হয়ে গাড়ি চালু করে স্ট্যান্ড নামানোর সময় তার পায়ে বাধে ওই বোমাসদৃশ বস্তুটি। পরে তিনি বিষয়টি আমাদের জানান। আমরা এক্সপার্ট টিমকে খবর দিয়েছি।
এদিকে ঘটনাস্থলে র্যার-৯ ও এসএমপির এক্সপার্ট টিম রাত সাড়ে ৮টায় এসে পৌঁছেছেন।