সিলেট গ্যাস ফিল্ডের এমডির ঝুলন্ত লাশ

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. লুৎফর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কীভাবে মারা গিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন সহকর্মীরা।

বুধবার দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এমডির বাসভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্যাস ফিল্ডস অফিস কম্পাউন্ডের ভেতরে তাঁর বাসভবন। ওই বাসায় লুৎফর একাই থাকতেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার স্ত্রী থাকেন ঢাকায়।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো. শাহ আলম গণমাধ্যমকে জানান, সকালে অফিসে আসতে দেরি হওয়ায় সহকর্মীরা লুৎফর রহমানকে ফোন করছিলেন। ফোন না ধরায় তাঁর বাসভবনে যায় কর্মীরা। সেখানে তাঁর মৃতদেহ ফ্যান থেকে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়া হয়। বাসার দরজা তখন ভেতর থেকে বন্ধ ছিল।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কীভাবে লুৎফরের মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধসোনাগাজীর ওসি প্রত্যাহার, তদন্তে পিবিআই
পরবর্তী নিবন্ধসংসদ দক্ষিণ প্লাজায় বঙ্গবন্ধুর সহচর আজিজের জানাজা অনুষ্ঠিত