সিরিয়ায় রুশ সেনারা নির্ভয়ে লড়াই করবে: পুতিন

পপুলার২৪নিউজ ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় মোতায়েনকৃত রুশ সেনারা শেষ পর্যন্ত নির্ভয়ে লড়াই চালিয়ে যাবে। রুশ সেনারা এ ধরনের পরিস্থিতির জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছে। তিনি একটি অনুষ্ঠানে এ কথা বলেছেন। খবর পার্সটুডের।

এ সময় সিরিয়ায় মোতায়েন রুশ সেনাদের ধন্যবাদ জানান। পুতিন আরও বলেছেন, গত কয়েক বছরের ঘটনাবলী থেকেই এটাই প্রমাণিত হয়েছে যে, রাশিয়া সামরিক প্রস্তুতি ও সমরাস্ত্রের গুণগত মানের দিক থেকে গোটা বিশ্বে উন্নত অবস্থানে রয়েছে।

এর আগে নানা সময় ভ্লাদিমির পুতিন সিরিয়ায় সফলতার সঙ্গে তৎপরতা চালানোর জন্য নিজ দেশের সেনাবাহিনীর প্রশংসা করেছেন।

২০১১ সাল থেকে বিদেশি মদদে সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপর সিরিয়ার সরকারের আহ্বানে সেখানে সেনা পাঠিয়েছে রাশিয়া।

রাশিয়া, ইরান ও হিজবুল্লাহর সহযোগিতার জন্য এ পর্যন্ত বহু বার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ।

পূর্ববর্তী নিবন্ধনেশাদ্রব্য খেয়ে গর্ভবতী পুরুষ, ওয়েব সিরিজ (ভিডিও)
পরবর্তী নিবন্ধ‘মেসি সব কিছু সহজ করে দেয়’