মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর যুদ্ধবিমান সিরিয়ার রাক্কা প্রদেশে সিরিয়া সরকারের একটি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করেছে। বিমানটি আইএস বাহিনীর বিরুদ্ধে সরকারি অভিযানে অংশ নিয়েছিল বলে জানিয়েছে সিরিয় সরকার।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।সিরিয়ার রাক্কা প্রদেশের জা’দিন শহরে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করেছে সিরিয়ার সেনাবাহিনী। ঘটনাস্থল জা’দিন শহরটি সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে।
সিরিয়ার সেনাবাহিনী বলেছে, রোববার তাদের যুদ্ধবিমানটি সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে একটি অভিযানে ছিলো। এসময় বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
এ বিষয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, এই ঘটনা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভয়ঙ্কর প্রতিক্রিয়া তৈরি করবে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহনী অবশ্য ঘটনাটি আত্মরক্ষার্থে ঘটেছে বলে দাবি করেছে। তারা জানায়, মার্কিন সমর্থিত যুদ্ধবিমানসমূহের নিকটে সিরিয়ার শাসক গোষ্ঠী বোমা ছুঁড়লে তারা আত্মরক্ষার্থে বিমানটি ভূপাতিত করে।