পপুলার২৪নিউজ ডেস্ক:
সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে পরিকল্পিত একটি নিরাপদ জোনে বিমান হামলায় কমপক্ষে ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ঘটনা জিহাদীদের বিরুদ্ধে সামরিক বাহিনীর বিমান অভিযানকে ছায়াচ্ছন্ন করেছে।
আজ শনিবার এ কথা জানায় পর্যবেক্ষণ সংস্থা। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষক সংস্থা জানায়, তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার ইদলিব প্রদেশের আমানাজ শহরে রাতভর চালানো বিমান হামলায় এসব লোক নিহত হয়। এদের মধ্যে চার শিশু রয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক এ পর্যবেক্ষণ সংস্থা জানায়, সেখানে এ বিমান হামলা সিরিয়ার সরকারি বাহিনী না তাদের মিত্র দেশ রাশিয়ার সামরিক বাহিনী চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।