সিফাত হত্যায় স্বামীর ১০ বছরের সাজা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলায় তার স্বামী মোহাম্মদ আসিফ প্রিসলিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এই রায় ঘোষণা করেন।
আত্মহত্যায় সিফাতকে প্ররোচনা দেয়ায় তার স্বামীকে এ সাজা দেন আদালত।

এছাড়া মামলার অপর তিন আসামী আসিফের বাবা অ্যাডভোকেট হোসেন মোহাম্মদ রমজান, মা নাজমুন নাহার নজলী এবং প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক জোবাইদুর রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্দশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন সিফাত। ২০১৫ সালের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকায় শ্বশুরবাড়িতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার নগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধআরও ২৮ কম্পানির অ্যান্টিবায়েটিক ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ
পরবর্তী নিবন্ধ৮৯তম অস্কারের সেরা পুরস্কার বিজয়ীরা