স্পোর্টস ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের অনেক সিনিয়র ক্রিকেটার বিশ্রামে, কেউ আছেন ছুটিতে। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি শিরোপা জিতে কিছুদিন রিল্যাক্স করতে চায় তারা। যে কারণে আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজে খেলতে চান না বেশ কিছু সিনিয়র ক্রিকেটার।
শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে সিনিয়র ক্রিকেটাররা স্কোয়াডের বাইরে থাকুক, এমনটি চান না ভারতীয় দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীর। রোহিত শর্মা ও বিরাট কোহলিদের মতো তারকাদের এই সফরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি, এমন সংবাদ প্রচার করেছে দেশটির গণমাধ্যম নিউজ১৮ ক্রিকেট নেক্সট।
রোহিত-কোহলি যেহেতু টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন, সে কারণে তাদেরকে মূলত ওয়ানডে সিরিজ খেলার অনুরোধ করেছেন গম্ভীর। আর নতুন কোচের অনুরোধ যদি রাখেন ক্রিকেটাররা, তাহলে আগামী ২ আগস্ট শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে অধিনায়ক থাকবেন রোহিত। সেটি না হলে লোকেশ রাহুলের নেতৃত্বে এই সিরিজ খেলতে হবে ভারতকে।
ওয়ানডে সিরিজের আগে ২৭ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের নেতৃত্বে দেবেন হার্দিক পান্ডিয়া। তার সহকারি হিসেবে থাকবেন সূর্যকুমার যাদব। খুব শ্রীঘ্রই ঘোষণা করা হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল।