সিএমএইচ ছাড়লেন জাফর ইকবাল

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে চিকিৎসা শেষে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে রিলিজ দেয়া হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ড. জাফর ইকবাল এখন সম্পূর্ণ সুস্থ। তবে আগামী সাতদিন তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। তার চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা সিএমএইচে তাকে বিদায় জানান।

উল্লেখ্য, গত ৩ মার্চ রাত থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ড. জাফর ইকবাল। ওইদিন বিকালে শাবি ক্যাম্পাসে হামলার শিকার হন তিনি।

অধ্যাপক জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন জানান, তিনি কিছুক্ষণের মধ্যে বেসরকারি একটি বিমানে করে সিলেটের উদ্দেশে রওনা হবেন। এরপর আজই বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী
পরবর্তী নিবন্ধ৬০ বছর পর কোয়ার্টারে সেভিয়া