সালমান, পলক, শমসের ও মামুন ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ীর পারভেজ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ফের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সোমবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক।

মহানগর দায়রা জজ আদালতে সরকারি কৌঁসুলি ওমর ফারুক ফারুকী জানান, এদিন সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন যাত্রাবাড়ী থানার এসআই নাজমুল হাসান।

এসময় পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আদেশ দেন।

এর আগে আসামিদের বিভিন্ন মামলায় কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ অগাস্ট সকাল থেকে যাত্রাবাড়ী এলাকায় শান্তিপূর্ণভাবে বৈষম্যবিরোধী আন্দোলন চলছিল। ওই দিন বিকাল ৫টার দিকে আসামিদের ছোড়া গুলিতে গুরুতর জখম হন পারভেজ মিয়া।

তাকে প্রথমে মুগদা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে পারভেজ মিয়াকে মৃত ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি
পরবর্তী নিবন্ধধানমন্ডি ৩২-এ পাওয়া হাড়গোড় ল্যাবে করা হবে পরীক্ষা