পপুলার২৪নিউজ প্রতিবেদক :
ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান মনোনয়ন যাচাই-বাছাই শেষে সালমা ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যাচাই বাছাইয়ের সময় সালমা ইসলামের পক্ষে যমুনা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, আমরা জনগণের জন্য ভোট করছি। নির্বাচনে জয়ী হলে এ এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখব।
এক প্রশ্নের জবাবে যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, নবাবগঞ্জ ও দোহারে যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে আমরা জয়ী হলে তা অব্যাহত রাখব।
তিনি আরও বলেন, আমরা ঢাকা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। তবে প্রধানমন্ত্রীর ছায়া আমাদের ওপরও আছে। উনি আমাদের প্রার্থী হতে বারণ করেননি।