সার্চ কমিটিকে নিরপেক্ষ বলার অবকাশ নেই: ফখরুল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
2
দলীয় বিবেচনায় সদস্য নিয়োগের অভিযোগ তুলে সার্চ কমিটির সদস্যদের নির্দলীয় ও নিরপেক্ষ বিবেচনা করার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর দাবির কোনো প্রতিফলন নেই। যাদের দিয়ে সার্চ কমিটি গঠন হয়েছে, তাদের মাধ্যমে নির্দলীয়, নিরপেক্ষ, সৎ ও সাহসী ব্যক্তিগণ আগামী প্রধান নির্বাচন কমিশনার কিংবা সদস্য হবেন এমনটা আশা করা বাতুলতা।

ক্ষমতাসীনদের অনুগত ব্যক্তিকে সার্চ কমিটির প্রধান করায় তার মাধ্যমে পূর্বের ‘রকিবউদ্দিন’ কমিশনের মতোই সরকার অনুগত ও মেরুদণ্ডহীন কমিশন আসবে বলে অভিযোগ করেন তিনি।

আগামী নির্বাচনে জয় নিশ্চিতে ক্ষমতাসীন দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এমন অভিযোগ তুলে ফখরুল দেশবাসীকে ষড়যন্ত্র রুখে দাঁড়াবার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতা এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপাবনায় গাছে পিকআপের ধাক্কা, নিহত ৩
পরবর্তী নিবন্ধডিএসইর সার্ভিল্যান্স থেকে তথ্য ফাঁস!