নিজস্ব প্রতিবেদক
বিগত কয়েকদিনের বৃষ্টিতে সারাদেশে গরম কমেছে। আগামী কয়েকদিনও দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এছাড়াও আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামীকাল (১৯ এপ্রিল) শনিবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিন থেকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, বৃষ্টির এই প্রবণতা ২০ এপ্রিল পর্যন্ত চলবে। আগামীকাল থেকে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ২০ তারিখের পর থেকে বৃষ্টি কমে গরম অনেকটা বাড়বে।