মেহের মামুন, মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
বাংলাদেশ আওয়াওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসিডিয়াম মেম্বার, গোপালগঞ্জ ১ আসনের এমপি মুহাম্মদ ফারুক খান বলেছেন বেগম জিয়া জ্বালাও পোড়াও রাজনীতি করে, দেশের টাকা বিদেশে পাঠায়, এতিমদের টাকা আত্মসাৎ করে। দেশের টাকা লুটপাট করে। আর আন্দোলনের নামে সাধারন মানুষকে পুডিয়ে মারে।
মুহাম্মদ ফারুক খান এমপি মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া স্কুল মাঠে ওইগ্রামে পল্লী বিদ্যুতায়ন উপলক্যে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন তারা দেশের কোন উন্নয়ন করেনি। টাকা নামে বেনামে বিদেশে পাঠিয়েছে। ইতোমধ্যে সিংগাপুর ও আমেরিকায় টাকা পাঠিয়েছে। আমেরিকায় ধরা পড়েছে তারেক রহমানের টাকা, সিংগাপুরে ধরা পড়েছে তার মারা যাওয়া ছেলে কোকোর নামে টাকা। সেই টাকা আমরা ফেরতও আনিয়েছি। এখন দুবাই, সৌদি আরবেও তাদের টাকা ধরা পড়েছে। সৌদি সরকার কয়েকদিন আগে বেগম জিয়ার ৫ শ কোটি টাকা ধরা পড়েছে, শেষ খবরে জানা গেছে তিনি নিজের নামে টাকা রাখেননি, সৌদি আরবে কোন এক প্রিন্স এর নামে সপিং সেন্টার বানিয়েছে। খালেদা জিয়া ওতার দোসর জামাত যুদ্ধাপরাধীদের নিয়ে, এখনও ষড়যন্ত্র করছে কিভাবে বাংলাদেশকে ধবংস করা যায় তাদের সাথে রয়েছে পাকিস্থান । এটা হলো বিএনপি জামাতের রাজনীতি। অপর পক্ষে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জন কল্যানে রাজনীতি করেন। তিনি দেশের উন্নয়ন করেন। বিদ্যুত, রাস্তাঘাট ব্রীজ কালভার্টসহ সারাদেশের উন্নয়ন করছেন। সম্প্রতি আমেরিকার একটি গবেষণা জার্নালে তিনি ১শ ৯৬ দেশের মধ্যে সরকার বা রাস্ট্র প্রধানদের মধ্যে সৎ এবং উন্নয়নশীল রাজনীতিবিদ খোঁজা হয়েছে। এর মধ্যে সেরা ৫ দেশ প্রধান ও সরকার প্রধানদের নামের তালিকার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ৩ নম্বরে। আমেরিকার জরিপে শেখ হাসিনা একজন সৎ রাজনীতিবিদ। আর বেগম জিয়ার অবস্থা কি তা আপনারাই ভাল জানে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার।
পশারগাতি ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি সমর কুমার দে সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক এম,মহিউদ্দীন আহমেদ মুক্ত, পশারগাতি ইউ,পি চেয়ারম্যান এসএম কামরুল হাসান স্বপন, বীর মুক্তিযোদ্ধা আবদুস সামাদ ফকির, অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম. প্রধান শিক্ষক গোলাম মাওলা, স্থানীয় আওয়ামীলীগ নেতা নাসিরউদ্দীন, ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান এবং সোয়াইব কাজী প্রমুখ। সভা সঞ্চলনা করেন পশারগাতি ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক শওকত হোসেন পাননু।
পল্লী বিদুৎ সমিতির ডিজিএম জানান উপজেলার উজানী ইউনিয়নের মহাটালি গ্রামে ৮০ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৫ কিলোমিটার লাইন সংযোগ তৈরীতে গ্রাহক সংখ্যা ৫ শতাধিক, অপর দিকে গোবিন্দপুরের কদমপুর, ভাকুড়ি, ঢাকপাড় গ্রামে ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যায়ে প্রায় ৯ কিলোমিটার লাইনেজ এ গ্রাহক সংখ্যা প্রায় ৫শ এবং পশারগাতির কৃষ্ণাদিয়া গ্রামে ২ কোটি ৬ লাখ টাকার বেশী ব্যয়ে প্রায় ১৪ কিলোমিটার লাাইনেজে মোট গ্রাহক সংখ্যা ৬ শতাধিক।
এর আগে মুহাম্মদ ফারুক খান এমপি মুকসুদপুর পৌরসভার শীতার্তদের মধ্যে কম্বল বিতরন করেন। দুপুরে তিনি ফারুক খান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এরপরে উপজেলা পরিষদ আয়োজিত ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার সকল স্টল পরিদর্শন করেন এবং সেরা ৬ টা স্টলকে পুরস্কৃত করেন। ওই স্থানে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষনার্থীদের সাথে সনদপত্র বিতরন করেন। উন্নয়ন মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান এর সঞ্চলনায় ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আকতার হোসেন শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড আতিকুর রহমান মিয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রবিউল আলম শিকদার, মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আশরাফ আলী আশু, শাহ আকরাম হোসেন জাফর। এর আগের দিনে বিকেলে মুহাম্ম ফারুক খান এমপি জলিরপার ইউনিয়নের সুর্যকান্ত জানকি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভব উদ্ধোধন করেন। এবং সেখানে স্থানীয় ছাত্রজনতার এক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেন।