সারা দেশে কমবে রাতের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

আগামী ২ দিন সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে প্রায় অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা। একই সঙ্গে এই সময়ের মধ্যে দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা ও রয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শহিদুল ইসলামের সই করা ওই পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এছাড়া আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তৃতীয় দিন রোববারও (১০ নভেম্বর) সম্ভাবনা রয়েছে ঢাকাসহ বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির। ওইদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কমে যাওয়া রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও প্রায় ১-২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা।

পূর্ববর্তী নিবন্ধরউফের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে হারালো পাকিস্তান
পরবর্তী নিবন্ধআমস্টারডামে ফুটবল ম্যাচের পর ইসরায়েলি সমর্থকদের ওপর হামলা