সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন এ আর রহমান

বিনোদন ডেস্ক:

উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ এ আর রহমান গত বছর ঘোষণা দিয়েছিলেন যে তিনি ও সায়রা বানু বিচ্ছেদের পথেই যাচ্ছেন। তাদের এ বিবাহবিচ্ছেদের সংবাদ অনুরাগীদের বিস্মিত করেছিল। তবে এ সংগীত শ্রষ্টা সেই সময় তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। তবে এবার অবশেষে মুখ খুললেন তিনি।

দীর্ঘ ২৯ বছরের দীর্ঘ সম্পর্কে এ পরিণতি দেখে সবাই অবাক হয়েছিলেন। সেই সময় এ থেকে আজ পর্যন্ত ব্যাপক আলোচনা হয়েছিল। গুঞ্জন শোনা যাচ্ছিল রহমানের পরকীয়া নিয়ে। কিন্তু সংগীতজ্ঞ সেই সময় তার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেননি। তবে এবার মুখ খুললেন এ আর রহমান।

ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র এক সাক্ষাৎকারে এ আর রহমান জানান, এ বিষয়টি কেবল এটাই দেখায় যে মানুষ তাকে কতটা ভালোবাসে এবং তার প্রতি কতটা যত্নশীল।

এ আর রহমানের ভাষ্য, ‘আমি অনেক উত্থান-পতন দেখেছি, এটা সত্যি। আমাদের সবারই কিছু বিশেষ গুণ রয়েছে, প্রত্যেকের আমাদের নিজস্ব কিছু ভাবনা রয়েছে। কিন্তু আমার ভক্তরা আমাকে সুপারহিরো করে তুলেছে। এ কারণেই আমি আমার আসন্ন সফরের নাম রেখেছি “ওয়ান্ডারমেন্ট”, কারণ এটা মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা এবং আশীর্বাদ।’

এ আর রহমান এবং সায়রা বানু ২০২৪ সালের ১৯ নভেম্বর তাদের বিচ্ছেদের সংবাদ প্রকাশ্যে আনেন। দুজনে একসঙ্গে এ সিদ্ধান্ত নিয়েছিলেন। সায়রা বানুর আইনজীবী এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বিয়ের অনেক বছর পর, এ আর রহমানের থেকে আলাদা হওয়া মিসেস সায়রা বানুর জন্য খুবই কঠিন ছিল।’ তাদের সম্পর্কের মানসিক টানাপোড়েনের পর এ সিদ্ধান্তে এসে পৌঁছান তারা। তাদের একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও, এ দম্পতি বুঝতে পেরেছিলেন যে কিছু সমস্যা তাদের মধ্যে একটা বিশাল ব্যবধান তৈরি করেছে। তাই সেখানে জোর করে এক সঙ্গে থাকার সরে আসা ইতিবাচক।

পূর্ববর্তী নিবন্ধশাকিবের ‘বরবাদ’ সিনেমা নিয়ে যা বললেন ওমর সানি
পরবর্তী নিবন্ধঅনিল কাপুরকে বিয়ে, যা বললেন মাধুরী