সামারাবিক্রমাকে ফেরালেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

অনুমিতভাবেই বোলিংয়ে পরিবর্তন। শরীফুলের জায়গায় মোস্তাফিজ। দলে ফেরা মোস্তাফিজ সফল প্রথম ওভারেই। ভেতরের দিকে ঢোকা বলে পেছনের পায়ে ভর করে ডিফেন্ড করতে চেয়েছিলেন সামারাবিক্রমা। সফল হননি। ব্যাট ছুঁয়ে বল গেছে মুশফিকের হাতে। এ জুটি ইনিংস মেরামতের চেষ্টা করছিল। সামারাবিক্রমার আউটে সেটি থামল ২৬ রানেই।

১০.২ ওভারে ৪১/৩

শ্রীলঙ্কার ১০ ওভার শেষে
প্রথম ওয়ানডে: ৭১/১

দ্বিতীয় ওয়ানডে: ৬০/৩ (দ্বিতীয় ইনিংস)

তৃতীয় ওয়ানডে: ৩৯/২

অফ স্টাম্পের বাইরে জায়গা দিয়েছিলেন শরীফুল, সামারাবিক্রমা সে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি। নবম ওভারের শুরুর মতো শেষও হয়েছে চার দিয়ে। প্রথম ৫ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য শরীফুল। হয়তো এ স্পেলে নিজের শেষ ওভার করে ফেললেন।

অন্য প্রান্তে তাসকিনকে টানা পঞ্চম ওভারে এনেছেন নাজমুল। ওই লাইন লেংথ ধরে রেখেছেন বাংলাদেশ পেসার। মেন্ডিস আবার ড্রাইভ করতে গিয়ে মিস করেছেন।

প্রথম পাওয়ারপ্লের পর ষষ্ঠ ওভার করতে দেখা যাবে তাসকিনকে?

১০ ওভারে ৩৯/২

সাদিরা সামারাবিক্রমা খেলতে চেয়েছিলেন উচ্চাভিলাষী ড্রাইভ। কপাল ভালো, শরীফুলের ভেতরের দিকে ঢোকা বলে ব্যাটের কানায় লাগেনি তাঁর। তবে বাংলাদেশ তাতেই নিয়েছে রিভিউ। বল ও ব্যাটের মধ্যে ফাঁক ছিল স্পষ্ট, আল্ট্রা-এজেও ধরা পড়েনি কিছু।

পূর্ববর্তী নিবন্ধদূষিত বাতাসের তালিকায় আজ সকালে তৃতীয় ঢাকা
পরবর্তী নিবন্ধএকীভূত হলো পদ্মা ও এক্সিম ব্যাংক