সাভারে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫

পপুলার২৪নিউজ,সাভার প্রতিনিধি:
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের আইল্যান্ডের উপর যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ বাসযাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে মহাসড়কের জোরপুর এলাকার লালন সিএনজিসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকা থেকে গুলিস্তান- ধামরাইর ডি-লিংক নামের একটি যাত্রীবাহী বাস গুলিস্তানের উদ্দেশে রওনা হয়। বাসটি সাভারের ঢাকা -আরিচা মহাসড়কের জোরপুল এলাকার লালন সিএনজিসংলগ্ন স্থানে পৌঁছালে অপর একটি বাসকে অতিক্রম করার সময় আইল্যান্ডের ওপর মহাসড়কে উল্টে যায় বাসটি। এতে অন্তত ২৫ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার ও হেমায়েতপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ঢাকা -আরিচা মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে যানচলাচল স্বাভাবিক হয়। সাভার মডেল থানার এসআই সমেন মিত্র বিষয়টি নিশ্চত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা
পরবর্তী নিবন্ধশ্যামল কান্তির পুলিশি প্রহরা প্রত্যাহার