সাভারে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

পপুলার২৪নিউজ,সাভার প্রতিনিধি:
মাদকের টাকা না পেয়ে স্ত্রী পোশাক কর্মী নাজমা বেগমকে (৩০) গলাটিপে হত্যা করেছে স্বামী।

মঙ্গলবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা স্বামী রিকশাচালক মইনুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার সালাউদ্দিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতো নাজমা ও তার স্বামী। তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রীর কাছে প্রায়ই নেশার টাকা চাইতো মাদকসেবক স্বামী মইনুল। আজ সকালেও সে টাকা চেয়ে না পেয়ে স্ত্রীকে গলাটিপে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে।

নিহত নাজমা হেমায়েতপুর এলাকায় আমান গ্রাফিক্স গার্মেন্টস অপারেটর হিসেবে কাজ করতেন। তার বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া থানার মণ্ডলপাড়া গ্রামে।

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম জানান, স্থানীয়রা ফখরুলকে আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করে। পরে পুলিশ খবর দিয়ে তাকে হস্তান্তর করা হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব জানান, মইনুলকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধ২০১৫ বিশ্বকাপের কথা মনে পড়ছে মাশরাফির
পরবর্তী নিবন্ধচাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশে উৎপাদিত হয়: স্বাস্থ্যমন্ত্রী