সাভার প্রতিনিধি:
আগামী ৫ জানুয়ারীর ইউপি নির্বাচনকে সামনে রেখে সাভারে এক মেম্বার প্রার্থীর প্রস্তুতি সভায় হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের নৌকা প্রতিক প্রাপ্ত চেয়ারম্যানের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় ৬ নং ওয়ার্ড সদস্য যুবলীগ নেতা আলাউদ্দিনের প্রস্তুতি সভায় এ হামলার ঘটনা ঘটিয়েছে নৌকা প্রতিকের চেয়ারম্যান সাইফুল ইসলামের কর্মী সমর্থকরা। এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের দুইজনকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
গেলো রাতে বনগাঁওয়ের কোন্ডায় স্থানীয় আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, ইউপি নির্বাচন উপলক্ষ্যে শনিবার রাতে কোন্ডা স্কুল সংলগ্ন মাঠে নির্বাচন ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের জন্য প্রস্তুতি সভার আয়োজন করেন বনগাও ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য যুবলীগ নেতা আলাউদ্দিন। এসময় বনগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামের ভাই আজিজুলসহ তার কর্মী সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও প্যান্ডেল ছিড়ে ফেলে। এঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হামলাকারীদের বাঁধা দিতে গিয়ে আলাউদ্দিন মেম্বার ও তার ভাই গিয়াস উদ্দিনসহ আহত হয় বেশ কয়েকজন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গিয়াস উদ্দিনসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
ভুক্তভোগী আলাউদ্দিন মেম্বার জানান, আমরা নির্বাচন ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা করছিলাম। এসময় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাইফুলের ভাইসহ তার লোকজন অতর্কিত হামলা চালিয়ে আমাদের প্যান্ডেল ভাংচুর করে। এঘটনায় উল্টো পুলিশ আমার ভাইকে ধরে নিয়ে যায়। ঘটনার পর থেকে আমিসহ আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনাতায় ভুগছি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতিকের ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আমি শুনেছি নির্বাচনী প্রস্তুতি সভায় খিচুরী খাওয়া নিয়ে একটু ঝামেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও রিটার্নিং কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে দুই জনকে গ্রেপ্তার করেছে। তবে আমার কর্মী সর্থকদের বিরুদ্ধে করা অভিযোগটি সম্পুর্ন মিথ্যা।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, রাতে নির্বাচনী প্রস্তুতি সভায় হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।