পপুলার২৪নিউজ,সাভার প্রতিনিধি:
সাভারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সিরাজুল ইসলাম (২৪)। এ ছাড়া সাভারের বিরুলিয়া ইউনিয়নের একটি গ্রাম থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের একটি রুম থেকে আনসার সদস্য সিরাজুল ইসলামের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার মিরকুটুরিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। নিহত সিরাজুল স্ত্রী ও সন্তান নিয়ে সাভারের ভাগলপুর এলাকায় স্থানীয় জাহিদের বাসায় একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন।
সাভার উপজেলা আনসার অফিসের ইউআই কর্মকর্তা জোবায়ের হোসেন জানান, শনিবার রাতে সাভার উপজেলা আনসার অফিসে কর্মরত আনসার সদস্য সিরাজুল ইসলাম সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তার দায়িত্ব পালন করেছিলেন।
পরে গভীর রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি রুমে রশি দিয়ে সিলিংফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় তার লাশ দেখা যায়।
রোববার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আনসার সদস্য গত আট মাস আগে আনসার বাহিনীতে যোগ দেন।
এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.আমজাদুল হক জানান, কি কারণে ওই আনসার সদস্য আত্মহত্যা করেছে তা তাদের জানা নেই।
এদিকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির।
এদিকে শনিবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের একটি গ্রাম থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য রোববার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা হয়েছে।