জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে হিরা বেগম (৩৫) নামে এক নারীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও তার দুই ভাইসহ ৩৯ জনের নামে মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে।
মঙ্গলবার (২৭ আগস্ট) চাঁপাইনবাবগঞ্জ জেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের তৃতীয় আদালত ম্যাজিস্ট্রেট তোহিদুল জামানের আদালতে মামলাটি করেন হিরা বেগম।
অন্য আসামিরা হলেন, শিবগঞ্জ থানার সাবেক ওসি সাজ্জাদ হোসেন, ডিবি পুলিশের সাবেক এসআই আসগর আলী, শিবগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মনিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল বাকী, মোস্তাকুল ইসলাম পিন্টু, কালাম, মো. ইসমাইল, মো. রহিম বাদশা, মো. রনি, মো. আজিম, মো. এরশাদ, আশরাফুল আংগুর, মো. সাহাব, মো. সাব্বির, রজব, মো. আকরাম, মো. হেসাম, মো. কাউসার, মো. সামায়ন, মো. মাসুম, মো. বাবু, মো. নিয়াম, মো. আশিক, মো. রবু, মো. কাবির, মো. দুরুল হোদা, মো. শাহারুল, মো. শামীম, মো. তারাজ, মো. রুহুল, মো. জিয়ারুল, আব্দুর রহমান এডু, আব্দুর রাজ্জাক, গোলাম রাব্বানী, টুটুল ও অলিউল্লাহ।
বাদীপক্ষের আইনজীবী মো. রবিউল হক দোলন জানান, অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৩ এপ্রিল বাদীর স্বামী মো. বাবুল আলী ও তার ভাই বিএনপি নেতা আলম ঝাপড়াকে হত্যার অভিযোগে মামলা হয়। সেই মামলা প্রত্যাহারের দাবিতে পূর্ব শত্রুতার জের ধরে ১৭ এপ্রিল ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি ও তার ভাইদের নির্দেশে সন্ত্রাসীরা হিরার বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র লুটপাট করে।