সাবেক আইনমন্ত্রী মতিন খসরু করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুল মতিন খসরু এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এদিকে, বুড়িচংয়ের ময়নামতি সিন্দুরিপাড়া গ্রামে শনিবার সকালে মসজিদে মসজিদে তার রোগমুক্তির কামনায় দোয়া করা হয়।

এছাড়াও তার রোগমুক্তির কামনায় ময়নামতিতে বুড়িচং প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি ইকবাল হোসেন সুমন, প্রচার সম্পাদক ও দৈনিক যুগান্তর সদর (দক্ষিণ) প্রতিনিধি মেহেরাজ ইকবাল রুমি, সাধারণ সম্পাদক প্রফেসর ইকবাল হোসেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য তারেক হায়দার, ময়নামতি ইউপি চেয়ারম্যান লালন হায়দারসহ আরও অনেকে।

পূর্ববর্তী নিবন্ধভারতে দৈনিক সংক্রমণ প্রায় দেড় লাখ
পরবর্তী নিবন্ধআইআরএফ সভাপতি মওলা সাধারণ সম্পাদক সুমন