নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি জাল নোট তৈরি চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।
গ্রেপ্তাররা হলেন- লিয়াকত হোসেন জাকির ওরফে মাজার জাকির ওরফে গুরু জাকির (৪০), তার দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগম (২৫), লিমা আক্তার রিনা (৪০) ও সাজেদা আক্তার (২৮)।
শনিবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় দুটি বাসা থেকে তৈরিকৃত প্রায় সোয়া এক কোটি জাল টাকা এবং আরও প্রায় তিন কোটি জাল টাকা তৈরি করার মতো বিশেষ কাপড়/কাগজ, বিশেষ ধরনের কালি, ল্যাপটপ, চারটি প্রিন্টার, বিভিন্ন সাইজের কয়েক ডজন স্ক্রিন/ডাইস, সাদা কাগজ, হিটার মেশিন, নিরাপত্তা সুতাসহ জাল টাকার হরেক রকম মালামাল উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত জাল মুদ্রার মধ্যে বাংলাদেশি ২০০, ৫০০, ১০০০ জাল নোট ও ভারতীয় ৫০০ রুপির বিপুল পরিমাণ জাল নোট রয়েছে।
ডিবি জানায়, বাজারে পাওয়া ২২ এমএম সাদা কাগজ, সাধারণ রং ও প্রিন্টার দিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে জাল টাকা ও ভারতীয় মুদ্রা তৈরি করে আসছিল চক্রটি। চক্রের মূলহতা জাকির ১২ বছর ধরে ৫০০ ও ১০০০ হাজার টাকার জাল নোট তৈরি করলেও বর্তমানে সাধারণ মানুষ যাতে সন্দেহ না করে সেজন্য ১০০ ও ২০০ টাকার নোটও জাল করতো। ঈদুল আজহাকে টার্গেট করে চক্রটি বিপুল পরিমাণ জাল নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল।
ডিবি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মশিউর রহমান জানান, গত ২৫ বছর ধরে জাল টাকার খুচরা ও পাইকারি ব্যবসা করার পাশাপাশি বিভিন্ন মানের জাল টাকা ও জাল রুপি তৈরিতে অত্যন্ত দক্ষ লিয়াকত হোসেন জাকির। তিনি ২০১২ সাল থেকে ৫০০ ও ১০০০ টাকার জাল নোট তৈরি করলেও বর্তমানে জনসাধারণ যাতে সন্দেহ না করে সেজন্য বড় নোট জাল করার পাশাপাশি ১০০ ও ২০০ টাকার নোটও জাল করতেন।
তিনি আরও জানান, বর্তমানে কাগজ, ল্যাপটপ, কম্পিউটারের কালি ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণের দাম বেড়ে যাওয়ায় জাকির প্রতিটি ১০০০ টাকার একশটি নোটের এক বান্ডেল ১৮ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করতেন। গত ১২ বছরে জাকির কখনো জাল টাকা খুচরায় বিক্রি করেননি।
নারী-পুরুষ মিলে তার প্রায় ১৫ থেকে ২০ জন কর্মচারী আছেন। যাদের জাল টাকা তৈরির কাজে সহযোগিতা করার কারণে তিনি দুই থেকে আড়াই লাখ টাকা বেতন দিতেন।
ব্যক্তি পর্যায়ে জাল টাকা বিক্রি করলে গ্রেপ্তার হতে পারেন তাই ঝুঁকি এড়ানোর জন্য অনলাইনে (বিশেষত ফেসবুক ও মেসেঞ্জার) দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছ থেকে অর্ডার নিয়ে কুরিয়ারের মাধ্যমে জাল টাকা বিভিন্ন স্থানে পৌঁছে দিতেন।
মশিউর রহমান জানান, জাল টাকা তৈরিকালে জাকিরের সহযোগীরা গ্রেপ্তার হলে জাকির মাজারে মাজারে অবস্থান করে কখনো মাজারে কচ্ছপ, কখনো শোল মাছকে তবারক খাওয়াতে ব্যস্ত থাকেন বলে তাকে মাজার জাকির বলা হয়। অপরদিকে বাংলাদেশের বিভিন্ন জেলায় জাল টাকার ছোট ছোট ঘরোয়া কারখানা স্থাপনকারীরা জাকিরের কাছ থেকে কারিগর, সফটকপি, পরামর্শ এমনকি মডেল জাল রুপি নিয়ে থাকতেন বলে জাকিরকে গুরু জাকির বলেও চেনে অনেকে।
গত রোজার ঈদের আগে জাকিরের তৈরি করা জাল নোটের দুজন পাইকারি ক্রেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্রধরে ভাটারা এলাকার এক নারীকে গ্রেপ্তার করা হয়। এ নারী মাদকের একটি মামলায় কারাগারে গিয়ে জাল নোট চক্রের সঙ্গে জড়িত হন। এরপর জামিনে এসে জাল টাকার কারবার শুরু করেন। ঈদকে সামনে রেখে তিনি বিপুল পরিমাণ জাল টাকা কেনার জন্য এসেছিলেন। তার সূত্র ধরে জাকিরকে গ্রেপ্তার করা হয়।
জাল টাকা প্রতিরোধে বাংলাদেশ ব্যাংককে আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়ে এ গোয়েন্দা কর্মকর্তা জানান, সারা বছর গোয়েন্দা কার্যক্রম চালাতে হয়। নানা ধরনের কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। কারণ জাল নোটের চক্রগুলো সারা বছরই জাল টাকা তৈরি করছে। কয়েকদিন আগে এক নারীই ৫০ লাখ টাকা নিয়েছেন জাকিরের কাছ থেকে।
ফলে বুঝাই যাচ্ছে তারা কী পরিমাণ জাল নোট বাজারে ছাড়ছেন। এ চক্রে ১৫ থেকে ২০ জন এজেন্ট রয়েছে। যারা সারা দেশে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে গরু-ছাগল বিক্রি বা লেনদেনের সময় অত্যন্ত সতর্কতার সঙ্গে টাকা যাচাই-বাছাই করে নেওয়ার পরামর্শ দেন তিনি।
চক্রের মূলহোতা ও জাল টাকা তৈরির কারিগর জাকিরের বিষয়ে ডিসি মশিউর রহমান জানান, জাকির অত্যন্ত দক্ষ একজন জাল টাকা প্রস্তুতকারী কারিগর। তার চক্রে বহু নারী ও পুরুষ রয়েছে। তার এসব কর্মচারীদের মাসে আড়াই থেকে তিন লাখ টাকা বেতন দিতেন। জাকির যে বাসায় অবস্থান করে জাল টাকা বানাতেন সেই বাসার আশপাশে সিসি ক্যামেরা বসিয়ে নজরদারি করতেন। যাতে তাকে আইনশৃঙ্খলা বাহিনী ধরতে না পারে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেলে তিন পালিয়ে যেতেন।
তিনি বলেন, আমাদের দেশে জাল টাকার মামলার বিচারের জন্য দ্রুত বিচার আদালত নেই। ফলে দীর্ঘ সময় ধরে বিচারকাজ চলায় আসামিরা কারাগার থেকে জামিন পেয়ে আবারও একই কাজে জড়িয়ে যান। চক্রের মূলহোতা জাকির ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ছয়বার গ্রেপ্তার হয়েছেন। তারপরও তিনি একই কাজ চালিয়ে আসছিলেন।্র