সাজেকে ভয়াবহ আগুন, পুড়ছে কটেজ-রেস্তোরাঁ

জেলা প্রতিনিধি

রাঙামাটির সাজেকে ভয়াবহ আগুন লাগে। বেশ কয়েকটি কটেজ-রেস্তোরাঁ পুড়ে ছাই হয়ে গেছে ইতোমধ্যে।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। রুইলুই পাড়ায় অবস্থিত মনটানা রেস্তোরাঁসহ আশপাশে আগুন ছড়িয়ে পড়েছে।

আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সৈয়দ শাহীন নামে একজন কটেজের মালিক জানান, রিসোর্ট, কটেজ ও দোকানসহ প্রায় ৩০টি স্থাপনায় আগুন লেগেছে। এখনো আগুন জ্বলছে।

পূর্ববর্তী নিবন্ধস্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধজাতীয় নির্বাচনের তফসিল অক্টোবরে: সিইসি