পপুলার২৪নিউজ ডেস্ক:
অবশেষে ওয়ানডে সিরিজে উইকেটের দেখা পেল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং শিবিরে জোড়া আঘাত হেনেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বুধবার পার্লে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
প্রোটিয়াদের দুই ওপেনার প্রথম ওয়ানডে ম্যাচের মতো দ্বিতীয়টিতেও দেয়াল হয়ে দাঁড়ান। এই জুটি সংগ্রহ করে ৯০ রান।
এরপর আঘাত হানেন সাকিব আল হাসান।
আগের ম্যাচে সেঞ্চুরি করা কুইনটন ডি কককে ইনিংসের ১৮তম ওভারের তৃতীয় বলে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। ডি কক ৪৬ রান করেন।
ওই ওভারের শেষ বলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। সাকিবের বলে সরাসরি বোল্ড হন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০১ রান।