সাকিবদের ম্যাচে হঠাৎ মাঠে ঢুকে পড়ল সাপ!

স্পোর্টস ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দল মন্ট্রিয়ল টাইগার্স থেকে বিদায় নিয়ে গায়ে জড়িয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দল গল টাইটান্সের জার্সি। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে তার মাঠে নামার প্রথম দিনই ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা। টাইগার অলরাউন্ডার বল করার সময় হঠাৎ মাঠে ঢুকে পড়ে সাপ।

সোমবার (৩১ জুলাই) ডাম্বুলা অরার বিপক্ষে গল টাইটান্সের হয়ে মাঠে নামেন সাকিব। ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় তার দল। ক্রিজে স্থায়ী হতে না পারলেও ব্যাট হাতে দলের হয়ে কার্যকরী ইনিংস খেলেন টাইগার অলরাউন্ডার। চার নম্বরে ব্যাট করতে নেমে ১৪ বলে ১ চার ও ২ ছক্কায় ২৩ রান করেন তিনি। উইকেটের পেছনে স্কুপ খেলতে গিয়ে বোল্ড হন শাহনেওয়াজ দাহানির বলে। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে তার দল।

জবাব দিতে নামে ডাম্বুলা। চার ওভারে ২৭ রান খরচায় ২ উইকেট হারায় তারা। পঞ্চম ওভারে আক্রমণে আসেন সাকিব। এসময় হঠাৎ করে মাঠে ঢুকে পড়ে একটি সাপ। সেটা চোখে পড়ে টাইগার অলরাউন্ডারের। বল করা থামিয়ে ব্যাটারকে আঙুলের ইশারায় দেখিয়ে দেন সাপের গতিবিধি। এসময় অবশ্য কাউকে আতঙ্কিত হতে দেখা যায়নি। বরং সাকিবসহ মাঠে উপস্থিত সবাই এমন দৃশ্য দেখে হাসছিলেন। কিছুক্ষণ পর একজন ম্যাচ অফিশিয়াল এসে তাড়া করে সাপটিকে মাঠ ছাড়া করেন।

মাঠে সাপের এমন হঠাৎ প্রবেশ নিয়ে লঙ্কান প্রিমিয়ার লিগের অফিসিয়াল ফেসবুক পেজে মজা করে লেখে, ‘হ্যালো আগন্তুক, তোমার নিমন্ত্রণপত্র কোথায়? এমনকি, শ্রীলঙ্কান বন্যপ্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষও মাঠে সাপের অ্যাকশন থামাতে পারেনি।’

এদিকে ব্যাট হাতে দাপুটে ইনিংসের পর বল হাতেও দুর্দান্ত ছিলেন সাকিব। ৪ ওভারে ২৫ রান খরচায় ১ উইকেট তুলে নেন তিনি। তবে ডাম্বুলা জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৮০ রান তুলে নেয়ায় ‘টাই’ হয় ম্যাচ। পরে ফলাফল নির্ধারণ হয় সুপার ওভারে। যেখানে জয় তুলে নেয় সাকিবের গল টাইটান্স।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৯৪
পরবর্তী নিবন্ধভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানোর সুপারিশ