সাউথ বাংলা ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের কৌশলগত ব্যবসা উন্নয়ন সম্মেলন সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ গোলাম ফারুক। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশিদ মোল্লা, তারিকুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ সেলিম চৌধুরী, মোঃ কামাল উদ্দিন, মোঃ আলতাফ হোসেন ভুঁইয়াসহ বিভাগীয় প্রধান ও ঢাকার শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে জানানো হয়, এসবিএসি ব্যাংকের ২০১৯ সাল শেষে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে সাত হাজার ১৫৩ কোটি টাকা; যা আগের বছর শেষে ছিল পাঁচ হাজার ৯৩০ কোটি টাকা। আর ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬০০ কোটি টাকা; যা ২০১৮ সাল শেষে ছিল পাঁচ হাজার ২৫ কোটি টাকা। এছাড়া ২০১৯ সাল শেষে পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ২২৮ কোটি টাকা, এর আগের বছরে ব্যাংকের মুনাফা ছিল ২০৩ কোটি টাকা। সে হিসেবে ২০১৯ সালে ব্যাংকের মুনাফা বেড়েছে ২৫ কোটি টাকা বা ১২ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ সুনামগঞ্জে ৯টি ফসল রক্ষা বাঁধের কাজ এখনও হয়নি শুরু
পরবর্তী নিবন্ধপদ্মা ব্যাংকের সঙ্গে প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের বিমা চুক্তি নবায়ন