সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চেয়েছে সরকার

নিউজ ডেস্ক

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রথম সভা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) এ সভা হয়।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্তগুলো হলো:
(ক) গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে ১ জুলাই থেকে পরবর্তী সময়ে বিভিন্ন হয়রানিমূলক মামলার তথ্য নিম্নোক্ত ছকে প্রয়োজনীয় তথ্যাদি ও প্রমাণসহ প্রেরণ করতে হবে;

ক্রমিক
নাম, পদবি ও সংবাদ মাধ্যমের নাম/ঠিকানা
মামলার নম্বর ও তারিখ

মামলা দায়েরের স্থান

মামলার সংক্ষিপ্ত বিবরণ

মামলার বর্তমান অবস্থা

অভিযুক্তের হাল (গ্রেফতার/ জামিন)

(খ) প্রতিকার প্রত্যাশী সাংবাদিকরা ব্যক্তিগতভাবে/সম্পাদকের সুপারিশসহ ইমেইল press1@moi.gov.bdএ তাদের আবেদন পিডিএফ আকারে প্রেরণ করতে পারবেন;

(গ) সাংবাদিকতার প্রত্যয়ন/প্রমাণ/গ্রহণযোগ্য প্রমাণপত্র এসঙ্গে সংযুক্ত করতে হবে;

(ঘ) সাংবাদিক বলতে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী সংবাদকর্মীদের বোঝাবে। অডিও-ভিজুয়াল এবং ডিজিটাল/অনলাইন মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, বিধিতে (যদি থাকে) বর্ণিত সংজ্ঞা প্রযোজ্য হবে অথবা পূর্বোক্ত আইনের সংজ্ঞা প্রযোজ্য হবে;

(ঙ) সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায় রয়েছে এমন কোনো মামলার তথ্য প্রেরণ করা যাবে না।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি হামলায় গাজায় নিহত ৫৩, লেবাননে ২১
পরবর্তী নিবন্ধজবির প্রথম নারী ট্রেজারার সাবিনা শারমিন